প্রশ্ন ফাঁস একটি গুজব

লিখেছেন লিখেছেন ঝুলন্ত মাকড়সা ০৪ জুন, ২০১৪, ০৮:০৪:৩৪ সকাল

"কোনো প্রশ্ন ফাঁস হয়নি। মন্ত্রীত্ব কেড়ে নেওয়ার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।  তবে যে যাই বলুক, আমার কাজ আমি ঠিকমতো চালিয়ে যাবো।" -বলেছেন শিক্ষামন্ত্রী

বাহ....!! খুউব ভালো কথা। ভবিষ্যতে এরকম আরো কিছু শুনতে হতে পারে। এইখানে কিছু নমুনা দেখে নিতে পারেন।

=> এখানে নিশ্চয়ই জামায়াত শিবিরের হাত আছে......

=> প্রশ্ন ফাঁস হইছে তো সমস্যা কি...?? উত্তর তো ফাঁস হয়নি। ছাত্ররা তো উত্তর শিখেই পরীক্ষা দিবে।

=> এই ডিজিটাল বাঙলাদেশে এতো মোটা মোটা বই কেউ পড়ে নাকি....?? তাইতো আমি ছোট দুই পাতা প্রশ্নের ব্যবস্থা করেছি।

=> পড়ালেখার ভয়ে অনেকে বইয়েন পাশেই ঘেষে না। প্রশ্ন পেলে তো ওরা অন্ততো কিছু তো পড়বে। অতএব শিক্ষাব্যবস্থার উন্নতি হচ্ছে।

=> প্রশ্ন ফাঁসের ফলে বেচারা গরীব ফটোকপির দোকানদারেরা কিছু টাকা আয় করতে পারছে। অতএব দেশের উন্নতি হচ্ছে। 

=> আমি প্রেমে বিশ্বাসী। পরীক্ষার আগের রাতে প্রশ্ন দিয়ে আসার নাম করে প্রেমিক পুরুষ তাঁর জানেমানকে দেখে আসার সুযোগ পাচ্ছে। এটাও তো আমার সফলতার মধ্যে পড়ে।

=> সারাদিন পড়লে ছেলেমেয়েরা ফেসবুকিং, ডেটিং এগুলি কখন করবে....?? ওদেরওতো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে.....

তাইতো এই প্রশ্নের ব্যাবস্থা।

=> আগামীবার আমাকে মন্ত্রী বানালে বছরের শুরুতে বই নয়, স্টুডেন্টদের হাতে প্রশ্নই তুলে দেবো ইনশাআল্লাহ।

অতএব, জয় বাংলা, জয় নুরুল কাক্কু।

বিষয়: রাজনীতি

৯৯২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230334
০৪ জুন ২০১৪ সকাল ০৮:২৭
হতভাগা লিখেছেন : প্রশ্নপত্র ফাঁসের সাথে খাতাও তো খুব লুজলি কাটে । দেদারসে নম্বর দেয় ।

ফলে কেউ ''আরও ভাল কিভাবে করা যায় '' এটার চেষ্টা করে না ।

চ্যাম্পিয়ন হতে হলে তো আপনাকে বেস্ট টিম গুলোকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে ।

এই ১০০ তে ৯১ পাওয়ার ফলাফল আগামী ৮-১০ বছরের মধ্যেই পাওয়া যাবে ।
০৪ জুন ২০১৪ সকাল ০৮:৪৭
177040
ঝুলন্ত মাকড়সা লিখেছেন : তখন দেশের যে কি করুণ অবস্থা নেমে অাসবে একমাত্র আল্লাহই ভালো জানেন
230340
০৪ জুন ২০১৪ সকাল ০৯:১২
egypt12 লিখেছেন : এসব ব্যাচের প্রতি সামনে ভালো জব ফার্ম গুলো নজর রাখবে...দেখা যাবে গোল্ডেন এ প্লাস পেয়েও শেষে চাকরি জুটবে না Frustrated
০৪ জুন ২০১৪ সকাল ১০:২৪
177054
হতভাগা লিখেছেন : ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । আগে বেশীর ভাগ ফেল হত ইংরেজীতে ।

এখন চাকরির ইন্টারভিউ দিতে গেলে ইংরেজী নিয়ে খুব পেইন দেওয়া হয় । অথচ এরা কিন্তু আগের আমলের মত ''ইংরেজীতেই ফেল হয়'' এমন ব্যাচ নয় । বরং এ/এ+ ওয়ালা । মানে ৬০/৬০+ নম্বর ধারী ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File